¡Sorpréndeme!

আমাকে এমপি হতে দেবে না || Hero alom || jagonews24.com

2021-06-15 3 Dailymotion

মিনিস্টার হই। এরা অলটাইম চায়, এদের বউ, এদের ছেলে-মেয়ে এমপি হোক। এরা আমাকে এমপি হতে দেবে না। এ জন্য ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা বাতিল হওয়ার পর সোমবার নির্বাচন কমিশনে আপিল করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তাকে দেখতে ভিড় লেগে যায়। উপস্থিত সবাই তার সঙ্গে সেলফি তুলতে শুরু করেন। নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তাও ওপর থেকে নিচে নেমে আসেন। সিসি ক্যামেরায় নিচে এত ভিড় দেখে সংসদের কর্মকর্তারা খোঁজ নেন কেন এতো ভিড়?